Music box

সোমবার, ৪ মার্চ, ২০১৩

Facebook সমাচার….




৪ ফেব্রুয়ারি ছিল সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের জন্মদিন। নয় পেরিয়ে ১০ বছরে পা দিল ফেসবুক। ধারাবাহিকভাবে সফলতা পাওয়া জনপ্রিয় এ সাইটটির ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১০০ কোটির বেশি।

 ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দি ফেসবুক ডট কম চালু। কোনো ছবি, ওয়াল, নিউজ ফিড, ইভেন্ট, পেজ ছিল না। ১০ লাখ ব্যবহারকারী যুক্ত হন ফেসবুকে।

 ২০০৫ সালে ফেসবুক ডট কম ডোমেইন কেনা হয়। দি কথাটি বাদ যায়। ছবি যোগ করার সুবিধা চালু হয়। 
 ৫৫ লাখ ব্যবহারকারী। 

২০০৬ সালে জানুয়ারিতে বন্ধু বানানোর পদ্ধতি চালু। মোবাইল ফোন থেকে ব্যবহারের সুবিধা চালু।
 এক কোটি ২০ লাখ ব্যবহারকারী। 

২০০৭ ভার্চুয়াল গিফট দেওয়া চালু। নেটওয়ার্ক পাতা চালু, বন্ধুদের সর্বশেষ তিনটি হালনাগাদ হোম পেজ থাকা, একই সঙ্গে সব বন্ধুর হালনাগাদ দেখার সুবিধা, বন্ধুদের হালনাগাদের আরএসএস ফিড চালু, বন্ধুদের হালনাগাদ এসএমএসে পাওয়ার সুবিধা, এসএমএস পাঠিয়ে ফেসবুকের স্ট্যাটাস দেওয়ার সুবিধা চালু হয়। ফেসবুক ভিডিও চালু করা হয়। আইফোনের জন্য ফেসবুক সাইট চালু। ব্যবসার কাজে ব্যবহারের জন্য ফেসবুক পেজ এবং সোশ্যাল এড় চালু হয়।
 পাঁচ কোটি ব্যবহারকারী।

 ২০০৮ বিভিন্ন এপস যুক্ত ও স্প্যাম প্রতিরোধের সুবিধা চালু। মার্চে নতুন প্রাইভেসি বৈশিষ্ট্য চালু। মে মাসে ফেসবুকে ব্যবহারকারীর পাতার পাশে ‘পিপল ইউ মে নো’ চালু, ইউটিউবের ভিডিও রাখার সুবিধা চালু। ৫৫টি নতুন ভাষায় ফেসবুক চালু, আইফোনের জন্য ফেসবুক এপস চালু। 
 ১০ কোটি ব্যবহারকারী। 
২০০৯ সালে ৩৫ কোটি ব্যবহারকারী যুক্ত।

২০১০ নতুন টপ মেনু, নতুন বামের মেনু, সহজে ছবি আপলোড করার উন্নত সুবিধা। কমিউনিটি পেজ চালু। এন্ড্রয়েড এপসে স্থান ও গ্রুপ করার সুবিধা, ফেসবুকে মেসেজিংয়ের উন্নত সুবিধা। ডিসেম্বরে ফেসবুকের প্রোফাইলের নতুন চেহারা, চেহারা চিহ্নিত করার ট্যাগিং-সুবিধা চালু।
 ৫০ কোটি ব্যবহারকারী।

২০১১ সালে ফেসবুক চ্যাটের সঙ্গে ভিডিও সুবিধা চালু। গেমসের উন্নতকরণ।
 ৮০ কোটি ব্যবহারকারী।
 ফেসবুকে সাবস্ক্রাইবার বোতাম এবং মোবাইলের জন্য টাইমলাইন চালু।

২০১২ জানুয়ারিতে বন্ধুদের সঙ্গে গান শোনার সুবিধা, টাইমলাইনের জন্য অ্যাপস চালু। 
১০০ কোটির বেশি ব্যবহারকারী। 

প্রতি সেকেন্ডে তিন হাজার ছবি আপলোড হয়! বিশ্বের ১১ শতাংশ মানুষের ফেসবুক একাউন্ট রয়েছে! ব্যক্তিগত গাড়ির (কার) চেয়ে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বেশি!
 ৫০ শতাংশ ব্যবহারকারী প্রতিদিন ফেসবুকে ঢোকেন। 
 গড়ে প্রত্যেক ব্যবহারকারী মাসে ৭০০ মিনিট ফেসবুকে সময় কাটান! এক মিনিটে ফেসবুকে পাঁচ লাখ ১০ হাজার কমেন্ট, দুই লাখ ৯৩ হাজার স্ট্যাটাস এবং এক লাখ ৩৬ হাজার ছবি আপলোড হয়! চীনে ফেসবুক বন্ধ।প্রতি ২০ মিনিটে দুই কোটি লিংক শেয়ার, ১৫ লাখ ইভেন্টের ইনভাইট পাঠানো, ১৮ লাখ স্ট্যাটাস হালনাগাদ, ২০ লাখ বন্ধুর অনুরোধ একসেপটেড, ২৭ লাখ বার্তা আদান-প্রদান এবং এক কোটি দুই লাখ কমেন্ট হয়!
সামাজিক যোগাযোগের এই সাইটে বিশ্বে বাংলাদেশের অবস্হান ৪৯।


তথ্যসূত্র: ওয়েবসাইট ও ফেসবুক।