Music box

সোমবার, ৬ আগস্ট, ২০১২

ই-মেইলের পার্সওয়ার্ড় সমস্যা.....














ই-মেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন?
 জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার (লগ-ইন) সময় যখন ঢুকতে পারবেন না তখন লগ-ইন-এর নিচে Can't access your account?-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে I don't know my password নির্বাচন করে Email address বক্সে ই-মেইল ঠিকানা লিখে Continue-তে ক্লিক করুন। এখন কোড বক্সে ওপরের কোডগুলো লিখে Continue-এ ক্লিক করুন। নতুন পেইজ আসলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করাই থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার বিকল্প ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি রিকভার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার বিকল্প ই-মেইল ঠিকানার পাসওয়ার্ডও যদি ভুলে গিয়ে থাকেন তাহলে Answer my security question নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। নতুন পেইজ আসলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনারই-মেইল আইডি রিকভার করতে পারবেন। প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can't answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। এখানে একটি ফরম পাবেন সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সব প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি রিকভার করতে পারবেন।








ইয়াহু ই-মেইলে পাসওয়ার্ড পরিবর্তন 


ইয়াহুতে বিনামূল্যে যে কেউ ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তবে যাদের ইয়াহুতে ই-মেইল অ্যাকাউন্ট তৈরি রয়েছে তাদের জন্য একটি উত্কণ্ঠার বিষয় যে কোনো সময়ে হ্যাকারদের দ্বারা পাসওয়ার্ড চুরি হতে পারে। এ জন্য কিছুদিন পর পর কিংবা প্রয়োজনীয় মুহূর্তে পাসওয়ার্ড পরিবর্তন করে নেয়া ভালো।
১. প্রথমে ইয়াহু ই-মেইল এ লগ ইন করুন।
২. এবার একেবারে বামপার্শ্বে ওপরে অ্যাকাউন্ট নামে ক্লিক করলে একটি মেনু আসে, যেখানে Account Info লক্ষ্য করা যায়। এতে ক্লিক করুন। ফলে একটি উইন্ডো আসবে যেখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
৩. এরপর Sign-In and Security-এর অধীন Change your password অপশনে ক্লিক করুন।
৪. এখানে বর্তমান পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেয়ার পর ঝধাব বাটনে ক্লিক করুন।
৫. এরপর সাইন আউট করুন। আবার নতুন করে নতুন পাসওয়ার্ড দিলে ইয়াহু ই-মেইলে প্রবেশ করতে পারবেন।
এভাবে ইয়াহু ই-মেইলে পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। আর পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে আপনার তথ্যগুলো এবং ই-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন।