Music box

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

ফেইসবুক ফ্রেন্ডস্ লকার



মানুষের জীবন ক্ষনস্থায়ী । আজকাল তেমনই হয়ে গেছে ফেসবুকের প্রোফাইলের অবস্থা । কে যে কখন হ্যাক করে, কখন যে ফেসবুক প্রোফাইলটা বল্ক করে দেয় কোন গ্যারান্টি নাই । আর নিজের প্রোফাইল হারানো মানেই সকল বন্ধুদের হারানো । এমন পরিস্থিতিতে পরার আগেই সকলের উচিত নিজের সকল বন্ধুদের লিস্টটি ব্যাকআপ করে নেয়া । আর সেই সুবিধা আপনী ও নিতে পারেন “ফ্রেন্ডস লকার”এ । এখানে আপনি আপনার সকল বন্ধুদের নাম সহ তাদের প্রোফাইল লিংক সংরক্ষণ করতে পারবেন । কখনো যদি আপনার এমন প্রোফাইল কাজ না করে তাহলে আপনি নতুন প্রোফাইল বানানোর পর এই প্রোগাম থেকে আপনার সকল বন্ধুদের লিস্ট দেখতে পারবেন । এবং আপনার সকল বন্ধুর প্রোফাইল লিংক থেকে সকল বন্ধুর সাথে আবার সংযুক্ত হতে পারবেন ।
প্রোগ্রামটি ব্যবহার করার জন্য ভিজিট করুন-
http://apps.facebook.com/friends-locker